আজকের শিক্ষার্থী আগামী দিনের জাতির কর্ণধার। তাদেরকে বহুমুখী প্রতিভার অধিকারী হতে হবে। সততা, সহনশীলতা, সহমর্মিতা, নৈতিকতা, দেশাত্মবোধ, আত্মমর্যাদাসহ বিভিন্ন মানবীয় গুণাবলি অর্জন করে আলোকিত মানুষ হতে হবে। শিক্ষার আলোয় উদ্ভাসিত হতে হবে। আজকের পৃথিবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নির্ভর এক বিশ্বগ্রাম । বৈশ্বিক নাগরিক হওয়ার জন্য প্রতিটি শিক্ষার্থীর চাই প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা। নিয়মিত পড়াশোনা করে অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা ও প্রতিভার উন্মেষ ঘটানোর লক্ষ্যে শিক্ষার্থীদেরকে নিবেদিত হতে হবে। হতে হবে ভালো ছাত্র, ভালো নাগরিক এবং সর্বোপরি ভালো মানুষ।
জ্ঞানরাজ্যের বিস্তীর্ণ ভুবনে প্রবেশের জন্য ছাত্র-ছাত্রীদের সমসাময়িক প্রেক্ষাপটে জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য, ক্রীড়া-সংস্কৃতিসহ লালিত ও সুপ্ত প্রতিভা বিকাশে জহিরিয়া মোম্বাউল উলুম উচ্চ বিদ্যালয় নিয়মিতভাবে শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে। শিক্ষার্থীদের নিয়মিত বিজ্ঞান চর্চা, বিতর্ক, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা এবং খেলাধু্লায় অংশগ্রহণ করার মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেয়। এখানে শিক্ষার্থীদের পরিচর্যার মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভাকে আস্তে আস্তে জাগিয়ে তোলা হয়। প্রস্ফুটিত করা হয় তাদের বহু কৌনিক ভাবনায় সুপ্ত প্রতিভা বিকাশ। মেধা, প্রজ্ঞা ও মননশীলতায় উন্মোচিত হয় নবদিগন্ত।
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ-চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়টি আজ স্বমহিমায় উদ্ভাসিত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভূত সাফল্য বয়ে আনছে। গৌরবান্বিত করছে বিদ্যাপীঠ তথা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে।
‘দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বুকে এ প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ুক’-এই প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।